রাজবাড়ীর স্বপ্নডাঙ্গা পাঠশালার উদ্যোগে টেলিস্কোপে আকাশ দেখার আয়োজন |

রাজবাড়ীর স্বপ্নডাঙ্গা পাঠশালার উদ্যোগে টেলিস্কোপে আকাশ দেখার আয়োজন |

রাজবাড়ী বার্তা ডট কম : টেলিস্কোপে আকাশ দেখার আয়োজন হিসেবে স্টার পার্টি, প্ল্যানেট প্যারেড পর্যবেক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকালে রাজবাড়ী সদর উপজেলার প্রত্যন্ত দাদশী ইউনিয়নের বড়দোয়াল এলাকার স্বপ্নডাঙ্গা পাঠশালা প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।

বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন এবং রাজবাড়ীর স্বপ্নডাঙ্গা পাঠশালার যৌথ উদ্যোগে টেলিস্কোপে আকাশ দেখার আয়োজনে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৭০ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে। এ আয়োজনে উপস্থিত ছিলেন, বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মাশহুরুল আমিন, রাজবাড়ীর স্বপ্নডাঙ্গা পাঠশালার প্রতিষ্ঠাতা রেজা করিম, সবিতা চন্দ, রেজাউল করিমসহ জেলা শহরের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকরা।

বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মাশহুরুল আমিন বলেন, সন্ধ্যার আকাশে একে একে দেখা দিচ্ছে সন্ধ্যা তারা নামে খ্যাত ‘শুক্র’ গ্রহ। সূর্যের আলো মিলিয়ে যাওয়ার মুহূর্তেই পশ্চিম দিগন্তের ওপরে এ গ্রহকে দেখতে পাওয়া যায়। এরপর ধীরে দেখা মিলবে ‘বৃহস্পতি’ গ্রহের। মাথার উপরেই বৃহস্পতির অবস্থান। ‘শুক্র’র সামান্য নিচে ‘শনি’ গ্রহ। তবে দীগন্তের কাছাকাছি হওয়াতে, দীগন্তের আকাশের মেঘ এবং সূর্যাস্তের হালকা আলোতে একে অনেক সময়ই দেখতে পাওয়া যাবে না। আর ‘মঙ্গল’র দেখা মেলে আরও কিছু পরে আকাশের পূর্ব-উত্তর প্রান্তে বৃহস্পতির পেছনেই। পৃথিবীর অবস্থানের কারণে আমরা এই গ্রহগুলোকে আকাশের বুকে সারিবদ্ধভাবে অবস্থান করছে বলে দেখি। এই আপাত দৃশ্যমানতার কারণে জ্যোতির্বিজ্ঞানীরা মজা করে এর নাম দিয়েছেন, ‘প্ল্যানেট প্যারেড’। বলতে গেলে, ফেব্রুয়ারির প্রায় পুরোটা সময়জুড়েই তাদের দেখা মিলবে। যে কারণে ওই চার গ্রহের এই চমৎকার দৃশ্য টেলিস্কোপে পর্যবেক্ষণের আয়োজন করা হয়েছে।

রাজবাড়ীর স্বপ্নডাঙ্গা পাঠশালার প্রতিষ্ঠাতা রেজা করিম বলেন, শিক্ষার্থীরা আনন্দ চিত্তে কাগজ কেটে রকেট নির্মাণ করে। পরে তাদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

Explore More Districts