
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান -এর কনিষ্ঠপুত্র শেখ রাসেল-এর জন্মদিন পালিত হয়েছে।
এ উপলক্ষে বুধবার সকালে রাজবাড়ী জেলা শহরের ঐতিয্যবাহি শ্রীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নানা আয়োজন করা হয়।
আয়োজনের মধ্যে ছিলো, শেখ রাসেল-এর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন, চিত্রাংকন প্রতিযোগিতা, বই পড়া, প্রামান্য চিত্র, দেয়ালিকা প্রদর্শন করা হয়।
সে সময় উপস্থিত ছিলেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাংবাদিক জাহাঙ্গীর হোসেন, প্রধান শিক্ষক রেজাউল হকসহ ম্যানেজিং কমিটির অন্যান্য সদস্য ও শিক্ষকরা।