রাজবাড়ীর বীরমুক্তিযোদ্ধা ও বিএনপি নেতা এ্যাড: আসাদুজ্জামান লাল আর নেই |

রাজবাড়ীর বীরমুক্তিযোদ্ধা ও বিএনপি নেতা এ্যাড: আসাদুজ্জামান লাল আর নেই |

রাজবাড়ী বার্তা ডট কম :

রাজবাড়ী বারের আইনজীবী, জেলা বিএনপির অন্যতম সদস্য, বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট আসাদুজ্জামান লাল (৭৫) আজ রবিবার ভোরে রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে, দুই মেয়েসহ সহকর্মী, রাজনৈতিক নেতা-কর্মীসহ অসংখ্য গুনগ্রাহি রেখে গেছেন।

দুপুরে জেলা বার এসোসিয়েশনে শ্রদ্ধা নিবেদন করা হয়। সেখানে বারের সভাপতি এডঃ খোন্দকার হাবিবুর রহমান বাচ্চু ও বরের সম্পাদক এডঃ আঃ রাজ্জাক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পরে শহরের আব্দুল আজিজ খুশি রেলওয়ে ময়দানে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল আলম ও রাজবাড়ী থানার ওসি মোঃ মাহমুদুর রহমান।

পরে সেখানে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়মসহ সাধারণ মুসুল্লী, দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। জানাজা শেষে রাজবাড়ী পৌরসভার নতুন বাজার কবরস্থানে মরদেহ দাফন করা হয়।

Explore More Districts