রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর নতুন জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়েছে চট্রগ্রাম আরপিএটিসি’র উপ-পরিচালক মনোয়ারা বেগমকে। তিনি চট্রগ্রাম আঞ্চলিক লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র কর্মরত রয়েছেন। এদিকে রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খানকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের “পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষ” হিসেবে পদায়ন করা হয়েছে।
জানাগেছে, বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয় মাঠ প্রশাসন-২ শাখা থেকে গতকাল মঙ্গলবার প্রদত্ত প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।
রাজবাড়ীতে পদায়ন হওয়া জেলা প্রশাসক মনোয়ারা বেগম রাজবাড়ী বার্তা ডট কম কে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, তার গ্রামের বাড়ী চট্রগ্রাম জেলার হাটহাজারিতে এবং ২৪ তম বিসিএস ক্যাডার। তিনি মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী রাজবাড়ীতে দ্রুত সময়ের মধ্যেই যোগদান করবেন। তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন।