
রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
মাদক থেকে যুব সমাজকে দুরে রাখা এবং গ্রামীণ খেলা ফিরিয়ে আনার লক্ষে শেখ ফাউন্ডেশেনের উদ্দ্যোগে রাজবাড়ীতে দুই দিনব্যাপী গ্রাম বাংলার প্রায় বিলুপ্ত লাঠিবাড়ি ও হাডুডু খেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সন্ধ্যায় হাডুডু খেলা শেষে বিজয়ী দল ও খেলোয়ার হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। হাডুডু খেলায় স্থানীয় ও ইউনিয়নের বিভিন্নস্থান থেকে ৬টি দল অংশ নেয়।
এ সময় আমন্ত্রিত অতিথিদের সম্মাননা স্মারক দেওয়া হয়। এবং হাডুডু খেলায় প্রধান অতিথি বিজয়ী ও রানার্সআপ দলকে নগদ অর্থ পুরস্কৃত করেন।
দুই দিনব্যাপী এই গ্রামীন খেলায় দাদশী ইউপি চেয়ারম্যান মোঃ দেলোয়ার শেখ এর সভাপতিত্বে পুরস্কার বিতরনীতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান এ কে এম শফিকুল মোরশেদ আরুজ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডঃ ইমদাদুল হক বিশ্বাস, ভাইস চেয়ারম্যান রকিবুল হাসান পিয়াল, পাংশা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল ওহাব মন্ডল, সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম এরশাদ, সিংঙা নিজাতপুর বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি আজাহার খান, সাধারন সম্পাদক সুমন শেখ, ৬ নং ওয়ার্ড সদস্য মোঃ জনি মন্ডল প্রমূখ।
এ সময় প্রধান অতিথি এ কে এম শফিকুল মোরশেদ আরুজ সিংঙা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠাগত উন্নয়ন, স্কুল প্রাঙ্গনের মাজারে অনুদান দেবার প্রতিশ্রুতি সহ বতর্মান সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরেন। এছাড়া গ্রামীন খেলার আয়োজন করায় আয়োজক শেখ ফাউন্ডেশনসহ দাদশী ইউপি চেয়ারম্যান দেলোয়ার শেখকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
এরআগে গতকাল শুক্রবার বিকালে দাদশী ইপির সিংঙা সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে লাঠিবাড়ী খেলার মাধ্যমে দুই দিনব্যাপী এই গ্রামীণ খেলার উদ্বোধন করেন, রাজবাড়ী সদর উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ ইমদাদুল হক বিশ্বাস।
এ সময় বাদ্যের তালে কাটাখালীর হারুন অর রশিদের দলের নের্তৃত্ব দেন মোঃ শাহিন সরদার। ৩২ জনের দল লাঠিবাড়ী, রামদা, সরকি, বুকের ওপর ইটভাঙ্গা, টিউব লাইট খাওয়া, শূন্যের ওপর লাঠি ও রামদা ঘোড়ানো ও মাথার চুলের সাথে ঢেঁকি ঘুড়ানোসহ নানা ধরনের অঙ্গ-ভঙ্গি প্রদর্শন করা হয়।
এদিকে গ্রামীন এই খেলা দেখতে ভাচ্যুয়ালি যুক্ত হন শেখ ফাউন্ডেশনের সভাপতি প্রবাসী আব্দুল বারেক শেখ (ফারুক)সহ কমিটির অন্যান্য সদস্যরা।
দুই দিনব্যাপী গ্রামীন এ খেলা দেখতে নারী-শিশু সহ সব বয়সীর হাজার হাজার দর্শকের উপস্থিতি ঘটে। এবং বাদ্যের তালে নেচে-গেয়ে খেলা উপভোগ করেন দর্শকরা।