রাজবাড়ীর দাদশীতে বিকাশ ব্যবসায়ী ৩ লাখ টাকা ছিনতাই মামলার আসামী গ্রেপ্তার |

রাজবাড়ীর দাদশীতে বিকাশ ব্যবসায়ী ৩ লাখ টাকা ছিনতাই মামলার আসামী গ্রেপ্তার |

 

রাজবাড়ী বার্তা ডট কম : 

রাজবাড়ী সদর উপজেলার দাদশী রেলগেট এলাকায় এক বিকাশ ব্যবসায়ীকে মারধর করে ৩ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় দায়েরকৃত মামলার এক আসামী মোঃ রাসেল তফেদার (২৭) কে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০। রাসেল তফেদার রাজবাড়ী সদর উপজেলার আগমাড়াই গ্রামের মোঃ তৌহিদ তফেদারের ছেলে।

আজ সোমবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব-১০ জানায়, গত ৯ এপ্রিল’২০২৫ রাত সাড়ে ৯টার দিকে বিকাশ ব্যবসায়ী মোঃ সোহেল রানা দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে সদর উপজেলার দাদশী রেলগেট এলাকায় পৌঁছালে অজ্ঞাতনামা তিনজন মুখোশধারী দুষ্কৃতিকারী দেশীয় অস্ত্রের মুখে তাকে পথরোধ করে। তারা প্রাণনাশের হুমকি দিয়ে তার কাছে থাকা বিকাশ লোডের নগদ ৩ লক্ষ টাকা ছিনিয়ে নেয় এবং তাকে এলোপাতাড়ি মারধর করে দ্রুত স্থান ত্যাগ করে। ঘটনার পর সোহেল রানা বাদী হয়ে রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা মামলার পলাতক আসামীদের গ্রেপ্তারের লক্ষ্যে র‌্যাব-১০ এর অধিনায়ক বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। ওই চিঠির প্রেক্ষিতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল তথ্য-প্রযুক্তির সহায়তায় গোয়েন্দা নজরদারি বাড়ায়। এক পর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে গত রবিবার সন্ধ্যার দিকে দাদশী বাজার এলাকায় অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত পলাতক আসামী মো: রাসেল তফেদার (২৭) কে গ্রেপ্তার করা হয়। তাকে ওই দিন রাতেই তাকে রাজবাড়ী থানায় সোপর্দ করা হয়।

Explore More Districts