রাজবাড়ীর খানখানাপুরে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে কেটে একজনের মৃত্যু |

রাজবাড়ীর খানখানাপুরে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে কেটে একজনের মৃত্যু |

 

রাজবাড়ী বার্তা ডট কম :

পদ্মা সেতু দিয়ে চলাচলকারী ঢাকা-খুলনা রুটের সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে রাজবাড়ীতে এক অজ্ঞাতনামা ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ট্রেনে এই প্রথম কাটা পড়ে মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০.৪০টায় ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর রেল স্টেশন এলাকায় কাটা পড়ে মৃত্যু হয়।

রাজবাড়ী জিআরপি থানার ওসি সোমনাথ বসু বলেন, পদ্মা সেতু দিয়ে চলাচলকারী ঢাকা-খুলনা রুটের সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর রেল স্টেশন এলাকায় এক অজ্ঞাতনামা ব্যক্তির মৃত্যু হয়েছে। তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মৃত দেহের পরিচয় সনাক্তের চেষ্টা করা হচ্ছে।

Explore More Districts