রাজবাড়ীর এ্যাক্রোবেটিক প্রশিক্ষণ কেন্দ্র থেকে মোটর চুরিকালে আটক ১ |

রাজবাড়ীর এ্যাক্রোবেটিক প্রশিক্ষণ কেন্দ্র থেকে মোটর চুরিকালে আটক ১ |

 

রাজবাড়ী বার্তা ডট কম :

রাজবাড়ী জেলা শহরের শ্রীপুরে অবস্থিত এ্যাক্রোবেটিক প্রশিক্ষণ কেন্দ্র থেকে পানি তোলার মোটর চুরিকালে মিঠু মোল্লা (২৯) নামে একজন চোরকে হাতেনাতে আটক করেছে ওই প্রশিক্ষণ কেন্দ্রের কর্মচারীরা।

গ্রেপ্তার হওয়া মিঠু মোল্লা সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের দয়ালনগর গ্রামের মৃত জয়নাল মোল্লার ছেলে। ওই ঘটনায় আজ রবিবার দুপুরে ৩ জনতে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে।

মামলার বাদী ও এ্যাক্রোবেটিক প্রশিক্ষণ কেন্দ্রের নৈশপ্রহরী মোঃ সালাউদ্দিন জানান, রবিবার ভোরে ৩ জনের একদল চোর এ্যাক্রোবেটিক প্রশিক্ষণ কেন্দ্রে প্রবেশ করে এবং তারা প্রশিক্ষণ কেন্দ্র থেকে পানি তোলার মোটর খুলে তা চুরি করে। ওই সময় তিনি চোরদের খেতে পান এবং চিৎকার করেন। ওই সময় প্রশিক্ষণ কেন্দ্রের অন্যান্য কর্মচারীরা এসে হাতে নাতে মিঠু মোল্লাকে আটক করে এবং মোটরটি উদ্ধার করে। যদিও সে সময় অপর দুই জন চোর পালিয়ে যেতে সক্ষম হন।

রাজবাড়ী সদর থানার ওসি মোঃ মাহমুদুর রহমান বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Explore More Districts