রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে গত ২৪ ঘন্টায় জেলা সদর হাসপাতালে ৪ জন সহ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রগুলোতে আজ রবিবার পর্যন্ত ১১ জন ডেঙ্গুতে আক্রান্ত রোগী ভর্তি হয়েছে। সব মিলিয়ে চলতি মাসে ৪২ জন রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়।
সদর হাসপাতালে পুরুষ ওয়ার্ড ৪ জন ভর্তি রয়েছে। মহিলা ওয়ার্ডে আজ কোন ভর্তি রোগী নেই। চলতি মাসের ৭ সেপ্টেম্বর থেকে রাজবাড়ীতে ডেঙ্গু রোগী সনাক্ত হয়।প্রচন্ড জ্বর নিয়ে রোগীরা ভর্তি হয়ে বিভিন্ন পরিক্ষার মাধ্যমে সনাক্ত হচ্ছে এসব রোগী।তবে বিভিন্ন উপজোলার স্বাস্থ্য কেন্দ্র গুলোতেও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রোগী ভর্তি হচ্ছে। সদর হাসপাতালে ৪ জন সহ চারটি উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে আরো সাতজন সহ মোট ১১ জন ভর্তি রয়েছে।