
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের জেলা শহরের পাবলিক হেলথ এলাকায় তাজু মন্ডল (৮৫) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তাজু মন্ডল রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের চর সিলিমপুর গ্রামের মৃত কবু মন্ডলের ছেলে।
সোমবার সকালে রাজবাড়ী সদর থানা পুলিশ নিহত ব্যক্তির ছিন্ন ভিন্ন থেতলানো মরহেদ উদ্ধার করা হয়েছে। এর আগে ভোর রাতে অজ্ঞাত যানবাহনের চাপায় নিহত হন বৃদ্ধ তাজু মন্ডল।
রাজবাড়ী সদর থানার ওসি (তদন্ত) এসরাকুল ইসলাম জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই বৃদ্ধের ছিন্নভিন্ন থেতলানো মরদেহ উদ্ধার করেন। বিকালে ওই বৃদ্ধের পরিচয় উদ্ধার করার পাশাপাশি মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। বৃদ্ধ তাজু মন্ডল মানসিক প্রতিবন্ধী ছিলেন। সময় অসময়ে বাড়ী থেকে বের হয়ে যেতেন।