রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঢাকায় গুলিবৃদ্ধ হয়ে নিহত মীরপুর বাংলা কলেজের ছাত্র শহীদ সাগর স্মরণে রাজবাড়ীতে শহীদ সাগর স্মৃতি ক্রিকেট টুর্নামন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুর ১২টার দিকে রাজবাড়ী জেলা স্টেডিয়ামে প্রধান অতিথি হিসাবে রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তার এই টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন।
খেলার শুরুতে নিহত সাগরের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
এ সময় শহীদ সাগরের বাবা মোয়াজ্জেম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবু রাসেল, টুর্নামেন্ট আয়োজন কমিটির আহ্বায়ক আব্দুল গফ্ফার হাজী, সদস্য সচিব তামিম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজবাড়ী জেলা শাখার আহ্বায়ক মীর মাহমুদ সুজন, শিক্ষার্থী মিরাজুল মাজিদ তুর্য, হাসিবুল ইসলাম শিমুল সহ অনেকে উপস্থিত ছিলেন।
টুর্নামেন্টে রাজবাড়ীর ৩টি, কুষ্টিয়ার একটি ও ঢাকার ৪টিসহ মোট ৮টি দল অংশ গ্রহন করে এবং ২০ ওভারের খেলায় নক আউট পর্বে অনুষ্ঠিত হবে ম্যাচ গুলো।
টুর্নামেন্টে অংশ নেওয়া দলগুলো হলো, রাজবাড়ী ক্রিকেট একাডেমি, রাজবাড়ী বনানী সংঘ, পাংশা ক্রিকেট একাডেমি, ফেয়ারলেস ফাইটার্স কুষ্টিয়া, ঢাকা বিডি ক্রিকেট একাডেমি, ঢাকা গোল্ড্রেন বয়েস ক্রিকেট একােডিম, ইয়াং ট্যালেন্ট ক্রিকেট একাডেমি ঢাকা ও টিকে স্পোর্টস।
উদ্বোধনী ম্যাচে ঢাকা বিডি ক্রিকেট একাডেমি টসে জিতে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় রাজবাড়ী ক্রিকেট একাদশকে।
এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সাগরের স্মৃতি ধরে রাখতে প্রতিবছর নিদ্দিষ্ট একটি সময়ে এই টুর্নামেন্টের আয়োজন ও রাজবাড়ী জেলা স্টেডিয়াম সাগরের নামে নামকরণ এবং স্টেডিয়ামের অবকাঠামো উন্নয়নসহ খেলোয়ারদের সুযোগ-সু্বধিা বাড়ানোর দাবির জানিয়েছেন আয়োজকরা।
উল্লেখ্য, ২০২৪ সালের ১৯ জুলাই ঢাকা মিরপুর ১০ গোল চত্বর থেকে মাথায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন ঢাকা মীরপুর বাংলা কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র সাগর । সে রাজবাড়ী বালিয়াকান্দি নারুয়ার বিলটাকা পোড়া গ্রামের এলাকার কৃষক মোয়াজ্জেম হোসেন ছেলে। এক ভাই-বোনের মধ্যে সাগর ছিল বড়।