রাজবাড়ীতে শতভাগ মেধা ও স্বচ্ছতায় ১৫ পুলিশ কনস্টেবল নিয়োগ সম্পন্ন |

রাজবাড়ীতে শতভাগ মেধা ও স্বচ্ছতায় ১৫ পুলিশ কনস্টেবল নিয়োগ সম্পন্ন |

রাজবাড়ী বার্তা ডট কম :

“সেবার ব্রতে চাকরি” – এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে জুন-২০২৫ ব্যাচের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে রাজবাড়ী জেলায়।

আজ বুধবার (১০ সেপ্টেম্বর) বিকালে রাজবাড়ী পুলিশ লাইন্সের ড্রিল শেডে আয়োজিত অনুষ্ঠানে নিয়োগ বোর্ডের সভাপতি ও রাজবাড়ীর পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম উপস্থিত থেকে ফলাফল ঘোষণা করেন।
স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে ১৫ জন পেলেন নিয়োগ – এবারের নিয়োগ প্রক্রিয়ায় মোট আবেদন পড়ে ১,০০৭ টি।

এর মধ্যে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করে ১৬৩ জন, উত্তীর্ণ হন ২৭ জন এবং চূড়ান্তভাবে নিয়োগ পান ১৫ জন নারী-পুরুষ প্রার্থী। অপেক্ষমাণ তালিকায় রয়েছেন আরও ৩ জন।
প্রার্থীদের মধ্যে অধিকাংশই দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারের সন্তান। তারা কারো তদবির বা ঘুষ ছাড়াই মাত্র ১২০ টাকা খরচে পুলিশের চাকরির সুযোগ পেয়েছেন।

নিয়োগপ্রাপ্তদের চোখে জল, মুখে হাসি- নিয়োগপ্রাপ্ত অনেকেই আবেগে আপ্লুত হয়ে অশ্রুসিক্ত নয়নে জানান—”আমরা বিশ্বাস করতাম না, ঘুষ ছাড়া সরকারি চাকরি পাওয়া যায়। আজ বাংলাদেশ পুলিশ সেই অসম্ভবকে সম্ভব করেছে।”
পুলিশ সুপারের বক্তব্য- চূড়ান্ত ফলাফল ঘোষণাকালে পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম বলেন, “এই নিয়োগ প্রক্রিয়া ছিল শতভাগ স্বচ্ছ, মেধাভিত্তিক ও তদবিরমুক্ত। উত্তীর্ণ প্রার্থীরা যেন ‘সেবার ব্রতে চাকরি’ – এই মহান দায়িত্বকে হৃদয়ে ধারণ করে দেশের জন্য কাজ করে, সেটিই আমাদের প্রত্যাশা।”

তিনি আরও বলেন, “এই ধরনের স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া দেশের পুলিশ বাহিনীর প্রতি জনগণের আস্থা আরও বাড়াবে।”
উপস্থিত ছিলেন-অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলার টিআরসি নিয়োগ বোর্ডের সদস্যবৃন্দ, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং নিয়োগ কার্যক্রমে সম্পৃক্ত বিভিন্ন স্তরের পুলিশ সদস্যরা।
একটি ইতিবাচক বার্তা- এই নিয়োগ প্রক্রিয়া আবারও প্রমাণ করেছে যে, যোগ্যতা, সততা ও স্বচ্ছতার মাধ্যমেই সরকারি চাকরি পাওয়া সম্ভব, যা দেশের তরুণ সমাজের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত।

Explore More Districts