
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে রেলওয়ের উন্নয়নে শতবছরের ব্যক্তি মালিকানাধীন বাপ-দাদার পৈত্রিক ভিটা, কবরস্থান, মসজিদ-মাদ্রাসাসহ প্রায় ৭শ বসতবাড়ী উচ্ছেদ ও জমি অধিগ্রহণ অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী।
সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে রাজবাড়ী পৌরসভার ২নং ওয়ার্ডের নুরপুর ও দাদাশী ইউপির ২নং ওয়ার্ডের ছোট নুরপুর এলাকাবাসীর যৌথ আয়োজনে রাজবাড়ী প্রেসক্লাবের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
রেলের জমি বাদ দিয়ে ব্যক্তি মালিকানাধীন জমি উচ্ছেদ বা অধিগ্রহণ করে নয়।
রাজবাড়ীতে লোকশেড এলাকায় রেলের প্রায় ২৫০ একর জমি পরিত্যাক্ত ভাবে পড়ে রয়েছে। ওই জমিতে রেলের উন্নয়ন সম্ভব। এ জন্য তারা স্থানীয় সাংসদ, জেলা প্রশাসক, পৌর সভার মেয়র সহ সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেন।
মানববন্ধন শেষে এলাকাবাসী একটি বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি পেশ করেন।