রাজবাড়ীতে রেলওয়ের মেরামত কারখানার নির্মাণে জমি অধিগ্রহণ বিষয়ক মতবিনিময় সভা |

রাজবাড়ীতে রেলওয়ের মেরামত কারখানার নির্মাণে জমি অধিগ্রহণ বিষয়ক মতবিনিময় সভা |
রাজবাড়ীতে রেলওয়ের মেরামত কারখানার নির্মাণে জমি অধিগ্রহণ বিষয়ক মতবিনিময় সভা |
বক্তৃতা করেছেন রাজবাড়ী- ১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী।

 

সিনান আহম্মেদ শুভ, রাজবাড়ী বার্তা ডট কম :

রাজবাড়ীতে বাংলাদেশ রেলওয়ের একটি ক্যারেজ ও ওয়াগন মেরামত কারখানা নির্মাণে জমি অধিগ্রহণ এবং সামাজিক মুল্যায়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

২৯ সেপ্টেম্বর, শুক্রবার সন্ধ্যায় রাজবাড়ীর লোকেসেড় তিনরাস্তার মোড় এলাকায় এ মত বিনিময় সভার আয়োজন করে এলাকাবাসী। মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী।

রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোরহাবের সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজবাড়ী পৌরসভার সাবেক কাউন্সিলর এ.এফ.এম শাহজাহান, বিশিষ্ট সমাজসেবক মো: গোলাম মওলা, দাদশী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: দেলোয়ার হোসেন, রাজবাড়ী পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন সম্রাট , দাদশী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রমজান আলী, ইউনিয়ন পরিষদ সদস্য শফিকুল ইসলাম, মো: জুয়েল রানা, মো: নয়ন প্রমুখ বক্তব্য রাখেন।

Explore More Districts