রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে ১৬ ভরি ৯ আনা রুপার চোরাই অলঙ্কার, নগদ ৪১ হাজার টাকা, চোরাই মোবাইল সেট, মোটর সাইকেলসহ চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো, মাদারীপুর জেলার রাজৈর থানার কিশোরদিয়া গ্রামের ইস্রাফিল শেখের ছেলে মোঃ আল-আমিন শেখ ওরফে সুমন (২৭), দামেরচর গ্রামের বাদল মাতুব্বরের ছেলে মোঃ সুমন মাতুব্বর (২৫)।
বৃহস্পতিবার দুপুর ২টার সময় ঢাকা-খুলনা মহাসড়কের রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর রেল গেইট সংলগ্ন রহিম শেখের রিক্সার দোকানের সামনে চেকপোস্টে তল্লাশী করেন।
রাজবাড়ী পুলিশ সুপার জি. এম. আবুল কালাম আজাদের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান খানের নেতৃত্বে সঙ্গীয় অফিসার-ফার্সসহ রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর রেল গেইট সংলগ্ন রহিম শেখের রিক্সার দোকানের সামনে মহাসড়কের উপর আকস্মিক ভাবে চেকপোষ্ট ডিউটি করাকালিন মোঃ আল-আমিন শেখ ওরফে সুমন, মোঃ সুমন মাতুব্বরকে তাদের চালিত মোটর সাইকেল থামিয়ে চেক করা কালে তাদের কাছ থেকে চোরাই ১৬ ভরি ৯ আনা রুপার অলংঙ্কার, নগদ ৪১ হাজার টাকা, তিনটি মোবাইল ফোন, একটি মোটর সাইকেল সহ গ্রেপ্তার করেন।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান খান বলেন, গ্রেপ্তারকৃতরা পেশাদার চোর চক্রের সদস্য। ধৃত মোঃ আল-আমিন শেখ ওরফে সুমনের বিরুদ্ধে পূর্বে সিধেল চুরি, চুরি, অস্ত্র মামলা সহ ০৪ টি মামলা এবং সুমন মাতুব্বরের বিরুদ্ধে সিধেল চুরি, চুরি, অন্যান্য, মাদক সহ ৫ টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। এ ঘটনার বিষয়ে রাজবাড়ী সদর থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।