রাজবাড়ীতে মেডিকেল টেকনোলজিষ্ট ও ফার্মাসিস্ট ঐক্য পরিষদের অবস্থান কর্মসূচি পালিত |

রাজবাড়ীতে মেডিকেল টেকনোলজিষ্ট ও ফার্মাসিস্ট ঐক্য পরিষদের অবস্থান কর্মসূচি পালিত |

রাজবাড়ী বার্তা ডট কম :

মেডিকেল টেকনোলজিষ্ট ও ফার্মাসিস্ট ঐক্য পরিষদ রাজবাড়ী জেলা শাখা কেন্দ্র ঘোষিত ৬ দফা বাস্তয়নের জন্য আলোচনা সভা ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।

আজ সোমবার সকালে রাজবাড়ী সদর হাসপাতাল ক্যাম্পসে এই কর্মসূচী পালন করা হয়।

কর্মসূচী পালনের পূর্বে রাজবাড়ী সদর হাসপাতালের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় সর্বসম্মতিক্রমে রাজবাড়ী সিভিল সার্জনের কার্যালয়ের সিনিয়র মেডিকেল টেকনোলজিষ্ট মো: আক্কাস আলী কে আহবায়ক, রাজবাড়ী সদর হাসপাতালের ফার্মাসিস্ট চায়না বালা বিশ্বাসকে যুগ্মআহ্বায়ক, রাজবাড়ী সদর হাসপাতালের মেডিকেল টেকনোলজিষ্ট মো: মতিউল ইসলাম বিদ্যুৎ কে সদস্য সচিব নির্বাচিত করা হয়। পরবর্তীতে নির্বাচিতরা পূর্ণাঙ্গা কমিটি গঠন করবেন বলে জানাগেছে। সভায় জেলায় কর্মরত সকল স্বাস্থ্য বিভাগের মেডিকেল টেকনোলজিষ্ট ও ফার্মাসিস্ট উপস্থিত ছিলেন।

Explore More Districts