রাজবাড়ীতে বঙ্গবন্ধু ও শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত |

রাজবাড়ীতে বঙ্গবন্ধু ও শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত |

রাজবাড়ীতে বঙ্গবন্ধু ও শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত |

 

রাজবাড়ীতে জেলা পর্যায়ে বঙ্গবন্ধু গোলৃডকাপ ও শেখ ফজিলাতুন্নেছা মুজিব প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ  ফুটবল টুর্নামেন্ট চুড়ান্ত পর্বের খেলা, পুরষ্কার বিতরন সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকালে রাজবাড়ী হেদায়েত হোসেন স্টেডিয়ামে জেলা প্রশাসক আবু কায়সার  খানের সভাপতিত্বে অনুষ্ঠিত খেলায় প্রধান অতিথি হিসেবে  বক্তৃতা করেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী অতিরিক্ত পুলিশ সুপার মো: সালাহউদ্দিন, রাজবাড়ী পৌর মেয়র আলমগীর শেখ তিতু, সদর উপজেলা ভাইচ চেয়ারম্যান রকিবুল হাসান পিয়াল, রাজবাড়ী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার অহিন্দ্র কুমার মন্ডল  প্রমূখ।

দুটি খেলায় চারটি দল অংশ নেয়। বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনাল খেলাশ সদর উপজেলার গোদারবাজার সরকারী প্রাথমিক বিদ্যালয় ৫-০ গোলে বালিয়াকান্দি উপজেলার বকচর সরকারী প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্টে সদর উপজেলার লক্ষিকোল মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে গোয়ালন্দ উপজেলার জলিল সরদার পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়কে ট্রাইবেকারে  হারিয়ে বিজয় অর্জন করে।

অনুষ্ঠান সঞ্চালনা করেন শ্রীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক গুলশান আরা মিতা।

Explore More Districts