রাজবাড়ী বার্তা ডট কম :
“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এ প্রতিপাদ্যকে সামনে রেখে তারুণ্যের উৎসব উপলক্ষ্যে রাজবাড়ীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট (বালক-বালিকা)-২০২৫ এর উদ্বোধন করা হয়েছে।
আজ সোমবার সকালে জেলা শহরের বীর মুক্তিযোদ্ধা শহিদ খুশি রেলওয়ে ময়দানে আনুষ্ঠানিক ভাবে এ টুর্ণামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন রাজবাড়ীর জেলা প্রশাসক মিজ সুলতানা আক্তার। এর আগে তিনি জাতীয় পতাকা উত্তোলন এবং পরে তিনি বেলুন উড়ান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিয়া জুঁই, জেলা ফুটবল ফেডারেশনের সভাপতি মঞ্জুরুল আলম দুলাল। স্বাগত বক্তৃতা করেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ তবিবুর রহমান। সে সময় জেলার ৫টি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, সহকারী শিক্ষক, শিক্ষার্থী ও খেলোয়াররা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী খেলায়, কালুখালী দল ৩-০ গোলে পাংশা দলকে, গোয়ালন্দ দল ২-০ গোলে বালিয়াকান্দি দলকে, রাজবাড়ীর সদর দল ৩-০ গোলে কালুখালী (বালক) দলকে এবং পাংশা (বালিকা) দল ২-০ গোলে কালুখালী (বালিকা) দলকে পরাজিত করে।