রাজবাড়ীতে নতুন জেলা প্রশাসক হিসেবে আসছেন সুলতানা আক্তার |

রাজবাড়ীতে নতুন জেলা প্রশাসক হিসেবে আসছেন সুলতানা আক্তার |

 

রাজবাড়ী বার্তা ডট কম :

রাজবাড়ীর নবাগত জেলা প্রশাসক হিসেবে সুলতানা আক্তারকে পদায়ন করা হয়েছে। তিনি বর্তমানে বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি অনু বিভাগের উপ-সচিব (রপ্তানি-২ শাখা) হিসেবে কর্মরত রয়েছেন।

আজ বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারী করা হয়। তিনি রাজবাড়ীর ২৬ তম জেলা প্রশাসক হিসেবে দ্রুততম সময়ে যোগদান করবেন।

আজ রাত ৮টার দিকে পদায়নকৃত নতুন জেলা প্রশাসক সুলতানা আক্তার রাজবাড়ী বার্তা ডট কমকে জানান, তার গ্রামের বাড়ী ফেনী জেলার পশুরাম এলাকায়। তিনি ২৭ তম বিসিএস ক্যাডার। তার প্রথম চাকুরী স্থল মানিজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়। এরপর নরসিংদিতে সহকারী কমিশনার (ভূমি)। সেখান থেকে যুক্তরাষ্ট্রে অনার্স করতে যান। ফিরে এসে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে সিনিয়র সহকারি কমিশনার, কিশোরগঞ্জের কারাইল উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন। পরবর্তীতে তিনি জ¦ালানী মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় এবং সব শেষ তিনি বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি অনু বিভাগের উপ-সচিব হিসেবে কর্মরত ছিলেন।
তিনি তার দায়িত্ব পালনকালে রাজবাড়ী জেলাবাসির সার্বিক সহযোগিতা কামনা করেছেন। সেই সাথে রাজবাড়ী জেলাকে একটি মডেল জেলা হিসেবে পরিচিত করতে সর্বাত্নক কাজ করার কথা জানিয়েছেন।

এদিকে, রাজবাড়ীর বর্তমান জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞাকে একই প্রজ্ঞাপনে নারায়নগঞ্জ জেলা প্রশাসক হিসেবে বদলী করা হয়েছে।

Explore More Districts