রাজবাড়ী বার্তা ডট কম :
নানা আয়োজনের মধ্য দিয়ে রাজবাড়ীতে অনুষ্ঠিত হয়েছে “কাব কার্ণিভাল-২০২৫”। শিক্ষার্থীদের সৃজনশীলতা ও নেতৃত্বগুণ বিকাশে লক্ষে অনুষ্ঠিত হয় দিনব্যাপী এই কাব কার্ণিভাল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, জেলা স্কাউটসের সভাপতি মিজ সুলতানা আক্তার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী অফিসার ও সদর উপজেলা স্কাউটসের সভাপতি মারিয়া হক।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নার্গিস জাফরী। সদর উপজেলা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি গাজী আহসান হাবিব, জেলা স্কাউটসের সম্পাদক নাজমুল আলম চৌধুরী, সদর উপজেলা স্কাউটসের সম্পাদক মোঃ আব্দুল হাকিম মোল্লাসহ সংশ্লিষ্ঠরা।
আয়োজকেরা জানান, কাব স্কাউটিংয়ের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, দায়িত্ববোধ, দেশপ্রেম ও সেবার মানসিকতা গড়ে তোলাই এই কার্ণিভালের মূল উদ্দেশ্য।
জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, “শিশুরা আমাদের ভবিষ্যৎ। তাদের মধ্যে নেতৃত্ব ও মূল্যবোধ তৈরিতে কাব স্কাউটিং একটি শক্তিশালী মাধ্যম। এমন আয়োজন শিশুদের মননশীলতা ও আত্মবিশ্বাস গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে বর্ণাঢ্য আয়োজনে সফলভাবে শেষ হয় কাব কার্নিভাল- ২০২৫। এতে সদও উপজেলার ৩০টি প্রাথমিক বিদ্যালয়ের ১৮০ জন শিক্ষার্থী এবং ৩০ জন কাব শিক্ষক।