রাজবাড়ীতে জাতীয় শুদ্ধাচার কৌশল ও টেকসই উন্নয়ন অভীষ্ট বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

রাজবাড়ীতে জাতীয় শুদ্ধাচার কৌশল ও টেকসই উন্নয়ন অভীষ্ট বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

রাজবাড়ীতে জাতীয় শুদ্ধাচার কৌশল ও টেকসই উন্নয়ন অভীষ্ট বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

 

রাজবাড়ী বার্তা ডট কম :

সরকারি-বেসরকারি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানে শুদ্ধাচার প্রতিষ্ঠা ও টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে যৌথভাবে কার্যক্রম বাস্তবায়নের অঙ্গীকার করেন রাজবাড়ীতে সেবাপ্রদানকারি বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। বৃহস্পতিবার সকালে রাজবাড়ীরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র অনুপ্রেরণায় গঠিত দুর্নীতিবিরোধী সামাজিক সংগঠন সচেতন নাগরিক কমিটি (সনাক) যৌথ উদ্যোগে “জাতীয় শুদ্ধাচার কৌশল ও টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে করণীয়” বিষয়ক কর্মশালায় এ অঙ্গীকার করেন। এতে জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন উন্নয়ন সংস্থা এবং সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ অর্ধ শতাধিক অংশগ্রহণকারী উক্ত কর্মশালায় অংশগ্রহণ করেন।

কর্মশালার উদ্ধোধন করেন, রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার এবং বিভিন্ন সেশন সঞ্চালনা করেন টিআইবি’র কো-অর্ডিনেটর মো: আতিকুর রহমান। সে সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা সনাক সভাপতি প্রফেসর মোঃ নুরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার নাদিয়া জুই, টিআইবি’র ক্লাস্টার কো-অর্ডিনেটর মাহান-উল-হকসহ প্রমূখ।
এতে জাতীয় শুদ্ধাচার কৌশলের গুরুত্ব, প্রেক্ষাপট, অন্তর্ভূক্ত প্রতিষ্ঠানসমূহ, বাস্তবায়নের প্রধান টুলস এবং টেকসই উন্নয়ন অভীষ্ট পরিচিতি, লক্ষ্যমাত্রা, গুরুত্ব, উপাদানসমূহ ও দুর্নীতি প্রতিরোধ ও সুশাসন প্রতিষ্ঠায় টেকসই উন্নয়ন অভীষ্ট ১৬ এর প্রয়োগ কৌশল, বাস্তবায়নে প্রতিবন্ধকতা ও করণীয় বিষয়ে আলোচনা করা হয়। কর্মশালায় অংশগ্রহণকারীগণ শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে একটি কর্মপরিকল্পনা প্রনয়ন করেন এবং তা পর্যায়ক্রমে বাস্তবায়নের অঙ্গীকার করেন।

কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, জাতীয় শুদ্ধাচার কৌশল যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে এবং টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে আমাদের একযোগে কাজ করতে হবে। এ ধরনের কর্মশালার মাধ্যমে সরকারি এবং বেসরকারি দপ্তরের কর্মকর্তাগণের বিদ্যমান ধারনা এবং জ্ঞান আরো সমৃদ্ধ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি সকল দপ্তরের হালনাগাদ তথ্য জনগণের জন্য উন্মুক্ত করা এবং কর্মশালার মাধ্যমে প্রণয়নকৃত কর্মপরিকল্পনা যথাযথভাবে বাস্তবায়নের নির্দেশনা প্রদান করেন।

টিআইবি রাজবাড়ীর এরিয়া কো-অর্ডিনেটর মাসুদ আহমেদ-এর সঞ্চালনায় কর্মশালায় রাজবাড়ী জেলার সকল দপ্তরের প্রধানগন অংশগ্রহন করেন। শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে একটি কর্ম পরিকল্পনা হালহানাদ বা প্রনয়ন করেন এবং তা পর্যায়ক্রমে বাস্তবায়নের অঙ্গীকার করেন।

The post রাজবাড়ীতে জাতীয় শুদ্ধাচার কৌশল ও টেকসই উন্নয়ন অভীষ্ট বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত appeared first on রাজবাড়ী বার্তা.

Explore More Districts