রাজবাড়ীতে চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত, আগামীকাল ঈদ উল ফিতর

রাজবাড়ীতে চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত, আগামীকাল ঈদ উল ফিতর

রাজবাড়ীতে চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত, আগামীকাল ঈদ উল ফিতর

 

রাজবাড়ী বার্তা ডট কম :

রাজবাড়ীতে চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যায় শহরের বড়পুল স্টার্ফকোয়ার্টারে অবস্থিত জেলা মডেল মসজিদে এ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে আগামীকাল ঈদ উল ফিতর অনুষ্ঠিত হবার কথা জানানো হয়।

সভায় সভাপতিত্ব করেন, রাজবাড়ীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ সুলতানা আক্তার। উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপপরিচালক ও রাজবাড়ী পৌরসভার প্রশাসক মাজাহারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইমরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ তারিফ-উল-হাসান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (এনডিসি) নাহিদ আহমেদ, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক এসএম হাফিজুর রহমান, ফিল্ড অফিসার ফিরোজ আল মামুন, মাওলানা ইলিয়াস মোল্লা, জেলা মডেল মসজিদের খতিব মাওলানা আবু সাইয়িদ তায়্যেবীসহ সংশ্লিষ্ঠরা।

জানাগেছে, রাজবাড়ীতে ঈদুল ফিতরের প্রধান জামাত হবে শহীদ খুশি রেলওয়ে ঈদগাহ ময়দানে আগামীকাল সোমবার (৩১ মার্চ) সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। তবে আবহাওয়া প্রতিকূল হলে বা অন্য কোনো অনিবার্য কারণে ঈদগাহের জামাত না হলে সকাল সাড়ে ৮টায় বড়পুল স্টার্ফকোয়ার্টারে অবস্থিত জেলা মডেল মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে।
ইতোমধ্যেই রাজবাড়ী পৌরসভার তত্ববধানে জেলা শহরের শহীদ খুশি রেলওয়ে ঈদগাহ ময়দানে ঈদ জামাতের প্যান্ডেল নির্মাণ করা হয়েছে। সেখানে প্রতিবছরের ন্যায় নারীদের নামাজ আদায়ের জন্যও রয়েছে বিশেষ ব্যবস্থা।

The post রাজবাড়ীতে চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত, আগামীকাল ঈদ উল ফিতর appeared first on রাজবাড়ী বার্তা.

Explore More Districts