রাজবাড়ীতে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত |

রাজবাড়ীতে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত |

 

রাজবাড়ী বার্তা ডট কম :

ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্যদিয়ে যথাযোগ্য মর্যাদায় রাজবাড়ীতে পবিত্র ঈদ উল ফিতর পালন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার সকাল ৮টায় জেলার প্রধান জামাত অনুষ্ঠিত হয় শহরের শহীদ খুশি রেলওয়ে ঈদগাহ ময়দানে। এ নামাজের ইমামতি করেন জেলা মডেল মসজিদের খতিব মাওলানা আবু সাইয়িদ তায়্যেবী।

নামাজে জেলা প্রশাসক সুলতানা আক্তার, সাবেক এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, জেলা জামায়াতের আমীর এ্যাডঃ নুরুল ইসলাম, জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপপরিচালক ও রাজবাড়ী পৌরসভার প্রশাসক মাজাহারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইমরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ তারিফ-উল-হাসান, এনডিসি নাহিদ আহমেদ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, উচ্চ পদস্থ কর্মকর্তাসহ কয়েক সহস্রাধিক মুসুল্লী অংশ গ্রহণ করেন।

এছাড়া, সদর, পাংশা, বালিয়াকান্দি, গোয়ালন্দ ও কালুখালী উপজেলার বিভিন্ন ঈদ গা ময়দানে শান্তি পূর্ণভাবে ঈদ উল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে।

Explore More Districts