
রক্তাক্ত ২১ আগষ্ট গ্রেনেড হামলা দিবস উপলক্ষে রাজবাড়ীতে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকালে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের এমপি মোঃ জিল্লুল হাকিমের সভাপতিত্বে অতিথি উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী, সাধারন সম্পাদক কাজী ইরাদত আলী, সংরক্ষিত নারী আসনের এমপি খোদেজা নাসরিন আক্তার হোসেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আকবর আলী মর্জি, ফকির আব্দুল জব্বার, রেজাউল হক রেজা, মহম্মদ আলী চৌধুরী, হেদায়েত আলী সোহরাব, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শাহিদা চৌধুরী তন্নী, জেলা যুবলীগের সভাপতি মোঃ শওকত হাসান, সাধারন সম্পাদন নুরুজ্জামান মিয়া সোহেল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাকারিয়া মাসুদ রাজিব, জেলা ছাত্রলীগের সভাপতি শাহিন শেখ, সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ সহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
এদিকে সভা শুরুর পূর্বে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও গ্রেনেড হামলায় নিহত আইভি রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন নেতাকর্মীরা। এবং সভা শুরুর পূর্বে জেলার বিভিন্নস্থান থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে এসে জমায়েত হয়।
আলোচনা সভা শেষে গ্রেনেড হামলায় নিহত ও আহতদের স্মরণ এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া মোনাজাত করা হয়।