রাজবাড়ী বার্তা ডট কম :
বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার মামলায় রাজবাড়ীতে আওয়ামীলীগ ও যুবলীগের ৩ জন নেতা গ্রেপ্তার করা হয়েছে। গত সোমবার রাতে রাজবাড়ী থানা পুলিশের সদস্যরা তাদের গ্রেপ্তার করে। আজ মঙ্গলবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলো, রাজবাড়ী সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ সানা উল্লাহ (৫৪)। তিনি সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের নিমতলা গ্রামের মৃত বেদন মিয়ার ছেলে, সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোঃ আমজাদ হোসেন (৫৫)। তিনি ওই ইউনিয়নের মাটিপাড়া গ্রামের মাজেদ মোল্লার ছেলে এবং সদর উপজেলার বানীবহ ইউনিয়ন যুবলীগের সভাপতি রফিক উদ্দিন মিয়া (৩৯)। তিনি একই ইউনিয়নের লক্ষীনারায়নপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
রাজবাড়ী সদর থানার ওসি মোঃ মাহমুদুর রহমান বলেন, গ্রেপ্তারকৃতরা বিভিন্ন মামলার এজাহারভুক্ত আসামি। তাদেরকে আজ দুপুরে ওই সব মামলায় আদালতে পাঠানো হয়েছে।