আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক আজ দুপুর ১২টার দিকে প্রথম আলোকে বলেন, সকাল ৬টা থেকে এখন পর্যন্ত রাজধানীতে ২০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। বৃষ্টি হয়েছে দেশের অন্যত্রও। তবে দক্ষিণাঞ্চলে বৃষ্টির পরিমাণ অপেক্ষাকৃত কম।
আজ রাজধানীতে আর বৃষ্টির সম্ভাবনা কম। আবার আগামীকাল শুক্রবার থেকে বৃষ্টি অনেকটাই কমে যাবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ নাজমুল হক।