রাজধানীতে স্বর্ণালঙ্কার-টাকা উদ্ধারসহ গ্রেফতার ১

রাজধানীতে স্বর্ণালঙ্কার-টাকা উদ্ধারসহ গ্রেফতার ১

রাজধানীর কাফরুলের একটি বাসা থেকে গত ৪ সেপ্টেম্বর চুরির ঘটনায় করা মামলায় ওই বাসার গাড়িচালক মোহাম্মদ রবিউলকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাতে দিনাজপুর সদর এলাকা থেকে তাকে গ্রেফতার করে ডিএমপির কাফরুল থানা-পুলিশ।

এসময় তার হিলি বন্দর এলাকার ভাড়া বাসা থেকে চুরি যাওয়া নগদ ৬ লাখ ৪৯ হাজার টাকা, স্বর্ণের ছয়টি চুড়ি, নয়টি আংটি, সাতটি চেইন, একটি ব্রেসলেট, এক জোড়া কানের রিং ও একটি নাকফুল উদ্ধার করা হয়।

এসব তথ্য জানান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

কাফরুল থানা সূত্রে জানা যায়, রবিউল প্রায় সাত বছর যাবৎ মোঃ মজিবুর রহমান সিকদারের গাড়িচালক হিসেবে কাজ করত। গত ৪ সেপ্টেম্বর মজিবুর ওমরাহ পালনের উদ্দেশ্যে রবিউলকে নিয়ে বিমানবন্দরে যান। রবিউল তাকে নামিয়ে দিয়ে বাসায় যান এবং গাড়ি ও বাসার চাবি মজিবুরের শ্যালিকার কাছে দেন। পরে রবিউল ওমরাহ শেষে গত ১৫ সেপ্টেম্বর বাসায় দেখেন বাসার জিনিসপত্র এলোমেলো এবং বাসার আলমারিতে রাখা নগদ ১০ লাখ টাকা, ১৫ ভরি স্বর্ণালংকার, পাঁচটি ডায়মন্ডের আংটি, বাসার সিসিটিভি ক্যামেরাসহ মোট ২৭ লাখ টাকার মালামাল চুরি হয়।

থানা সূত্রে আরও জানা যায়, মজিবুর সৌদি আরবে থাকা অবস্থায় গত ৮ সেপ্টেম্বর রবিউল জানায় সে এক্সিডেন্ট করেছে এবং তার টাকা দরকার। মজিবুর টাকা দিতে না পারায় আর কোনো যোগাযোগ হয়নি। পরে অনেক চেষ্টা করেও রবিউলের সঙ্গে যোগাযোগ করতে পারেনি। এই ঘটনায় মজিবুর বাদী হয়ে কাফরুল থানায় রবিউলকে আসামি করে একটি চুরির মামলা দায়ের করেন। পরে তার অবস্থান শনাক্ত করে মঙ্গলবার দিনাজপুর সদর থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গাড়ি চালক রবিউল গত ৪ সেপ্টেম্বর গাড়ি নিয়ে প্রথমে বাসায় যায় এবং কৌশলে বাসায় রাখা স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরি করে চাবি বাদীর শ্যালিকাকে বুঝিয়ে দেয়।

Explore More Districts