‘উদ্বেগজনক খবর’
সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, গত বছরের আগস্ট থেকে ১৫ মার্চ পর্যন্ত রাজধানীর তুরাগ, কদমতলী, যাত্রাবাড়ী ও ডেমরা থানায় ২টি করে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। আর কামরাঙ্গীরচর, লালবাগ, বনানী, মোহাম্মদপুর, পল্লবী, ভাষানটেক, কাফরুল, শাহ আলী ও দারুসসালাম থানায় হয়েছে ১টি করে।
ধর্ষণ, দলবদ্ধ ধর্ষণ ও ধর্ষণের পর খুনের ঘটনায় জড়িত সব আসামি গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন জাতীয় মহিলা আইনজীবী সমিতির উপদেষ্টা ও মানবাধিকারকর্মী সালমা আলী। তিনি প্রথম আলোকে বলেন, সাড়ে সাত মাসে কেবল ঢাকা মহানগরে এতগুলো ধর্ষণ, দলবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটে, সেটি ভীষণ উদ্বেগজনক খবর। আবার ধর্ষণের ঘটনায় জড়িত প্রত্যেককে যদি পুলিশ ধরতে না পারে, বিচারের আওতার বাইরে থেকে যায়, তখন ভুক্তভোগীর মনে তীব্র ক্ষোভের জন্ম হয়। সালমা আলী বলেন, ধর্ষণের প্রতিটি ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেককে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে হবে।