রাজধানীতে পুড়লো আরও একটি বাস

রাজধানীতে পুড়লো আরও একটি বাস

রাজধানীতে পুড়লো আরও একটি বাস

রাজধানীর তেজগাঁওয়ে একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা জানা যায়নি।

রোববার (১১ নভেম্বর) রাত ৮টা ২০ মিনিটের দিকে তেজগাঁও এর নাবিস্কো এলাকায় ওই বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

অগ্নিকাণ্ডের খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় তেজগাঁও ফায়ার স্টেশনের দুটি ইউনিট। বাসের আগুন নেভাতে পুলিশের সহায়তায় কাজ করছেন ফায়ার সার্ভিস কর্মীরা।

এর আগে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডের ২নং ঢাকেশ্বরী এলাকায় একটি যাত্রীবাহী আগুন দেয়ার ঘটনা ঘটে।

এদিকে, শনিবার (১১ নভেম্বর) রাত ৮টা থেকে রোববার (১২ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত ১০ ঘণ্টায় উচ্ছৃঙ্খল জনতা কর্তৃক মোট ৯টি আগুনের সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের তথ্যমতে, ১০ ঘণ্টায় ঢাকা শহরের ৭ জায়গায়, গাজীপুরে ১টি ও বরিশালে ১টি আগুনের খবর পাওয়া গেছে। এ ঘটনায় ৮টি বাস ও ১টি পিকআপ পুড়ে যায়।

এ সময় রাজধানীর নটরডেম কলেজের সামনে লাল সবুজ নামে ১টি বাসে আগুন, গাবতলী বাস স্ট্যান্ডের সামনে ১টি বাসে আগুন, গুলিস্তানের স্কয়ার মার্কেটের সামনে ১টি বাসে, যাত্রাবাড়ী চৌরাস্তায় ১টি বাসে, মিরপুরের কাফরুল থানার সামনে ১টি বাসে, সূত্রাপুরে ১টি বাসে ও রূপনগর থানার সামনে ১টি বাসে আগুন দেয়া হয়েছে।

এছাড়া ঢাকা সিটির বাইরে বরিশালের বিভাগীয় পুলিশ কার্যালয়ের সামনে ১টি বাসে ও গাজীপুরের জুগিতলায় ১টি পিকআপে আগুন দেয়া হয়।

এসজেড/

Explore More Districts