রাজধানীতে টাঙ্গাইলের যুবলীগ নেতা গ্রেফতার – News Tangail

রাজধানীতে টাঙ্গাইলের যুবলীগ নেতা গ্রেফতার – News Tangail

নিজস্ব প্রতিনিধি: রাজধানীতে অভিযান চালিয়ে মুস্তাফিজুর রহমান সোহেল নামে টাঙ্গাইলের এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তিনি টাঙ্গাইল জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক বলে জানা গেছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাতে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা।

তিনি জানান, গ্রেফতার সোহেল টাঙ্গাইল জেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক ছিলেন। বর্তমানে তিনি জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, মুস্তাফিজুর রহমান সোহেল দীর্ঘদিন ধরে ঢাকায় আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

 

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

“নিউজ টাঙ্গাইল”র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

Explore More Districts