রাঙ্গুনিয়ায় আগুনে পুড়েছে ৫ বসতঘর | ctgnews.com

রাঙ্গুনিয়ায় আগুনে পুড়েছে ৫ বসতঘর | ctgnews.com
রাঙ্গুনিয়ায় আগুনে পুড়েছে ৫ বসতঘর

       

Advertisement

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় আগুনে পাঁচটি বসতঘর পুড়ে গেছে। আজ ৬ জুলাই, বুধবার রাত সাড়ে ৩টার দিকে উপজেলার মরিয়মনগর ইউনিয়নের পূর্ব সৈয়দ বাড়ি ১নং ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে। এতে প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্থরা।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা হলেন- ওই এলাকার স্থানীয় জান্নাতুল ফেরদৌস, মোজাম্মেল, মোদাচ্ছের, মোজাফফর ও মনসুর।

Advertisement

স্থানীয়রা জানান, ভোররাত সাড়ে ৩ টার দিকে আগুনের সূত্রাপাত ঘটে। আগুল ফুলকি মূহুর্তে চারপাশে ছড়িয়ে পড়ে ঘর পুড়ে যায়। পরে রাঙ্গুনিয়া থানা ফায়ার সার্ভিস ঘটস্থলে আসলেও রাস্তাগুলো সরু হওয়ায় সেখানে ঢুকতে পারেনি তারা। ফলে ফায়ার সার্ভিসকে অনেক দূর থেকে আগুন নিয়ন্ত্রণ করতে হয়েছে। সকাল সাড়ে ৫ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

এ বিষয়ে রাঙ্গুনিয়া উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ কামরুজ্জামান সুমন বলেন, “রাত ৩ টা ৫৬ মিনিটের দিকে খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। তবে সেখানে পানির উৎস না থাকায় ২০টি ডেলিভারি হোজ খুলে আগুন নিয়ন্ত্রণ করি”।

তিনি আরও জানান, গ্যাস লাইন থেকেই হয়তো এ অগ্নিকাণ্ডের সূত্রাপাত হয়েছে। এসময় অগ্নিকবলিত বসতঘর থেকে প্রায় ২০ লক্ষ টাকার মালামাল উদ্বার করা হয়েছে। আগুনে পুড়ে আনুমানিক ৭ লক্ষ টাকা পরিমানের ক্ষয়ক্ষতির হয়েছে বলে পরিবারগুলো দাবি।

এনইউএস

 

Advertisement


CTG NEWS

Explore More Districts