রাঙ্গুনিয়ায় মুরগির খামার থেকে যুবকের মরদেহ উদ্ধার – Chittagong News

রাঙ্গুনিয়ায় মুরগির খামার থেকে যুবকের মরদেহ উদ্ধার – Chittagong News

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার একটি মুরগির খামার থেকে মো. দেলোয়ার (৩৩) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে চন্দ্রঘোনা-কদমতলি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত দেলোয়ারের বাড়ি একই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের খণ্ডলিয়াপাড়া গ্রামে।

স্থানীয়রা জানান, চুরি ঠেকাতে ওই মুরগির খামারের চারপাশে বিদ্যুৎ সঞ্চালন লাইন রাখা হয়েছিল। সেই সঞ্চালন লাইনে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই যুবকের মৃত্যু হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে রাঙ্গুনিয়া থানার উপ-পরিদর্শক উত্তম কুমার বলেন, ‘ধারণা করা হচ্ছে নিহত দেলোয়ার খামারে ঢুকতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।’

এমজে/

Explore More Districts