রাঙ্গুনিয়ায় পুকুরে ডুবে ৪ বছরের শিশুর মৃত্যু – Chittagong News

রাঙ্গুনিয়ায় পুকুরে ডুবে ৪ বছরের শিশুর মৃত্যু – Chittagong News

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পুকুরে ডুবে আছমা সিদ্দিকা সাফা (৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রবিবার (৬ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের খণ্ডলিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আছমা সিদ্দিকা সাফা ওই এলাকার সৌদি আরব প্রবাসী মো. হাসান আলীর মেয়ে। মেয়ের এমন মর্মান্তিক মৃত্যুর খবর পেয়ে তাৎক্ষণিক দেশের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন তিনি।

শিশুটির স্বজন এম এ জব্বার সিকদার জানান, রবিবার সন্ধ্যার দিকে বাড়ির উঠানে অন্যান্য শিশুর সাথে খেলছিল সে। একপর্যায়ে তাকে দেখতে না পেয়ে সবাই খোজাখুজি শুরু করে। প্রায় আধাঘণ্টা পর পাশের পুকুরে তার নিথর দেহ দেখতে পাওয়া যায়। উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরিবারে এক ছেলে ও এক মেয়ের মধ্যে ছোট সন্তান ছিল সাফা। আজ সোমবার (৭ এপ্রিল) সৌদি আরব থেকে সাফার বাবা দেশে ফেরার পর বিকালে দাফন তাকে করা হবে।

স্থানীয় ইউপি সদস্য মো. ইউসুফ জানান, শিশুটির মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে, পরিবারে চলছে মাতম। সন্তানের এমন মৃত্যুর খবরে প্রবাস থেকে ছুটে আসছেন পিতা। তিনি বাড়ি ফিরলে সোমবার বিকালের দিকে তার মরদেহ দাফন করা হবে বলে তিনি জানান।

জেএনএন/সিটিজিনিউজ

Explore More Districts