রাঙ্গুনিয়ায় দুর্ঘটনায় কাজী রিফাতের মৃত্যুতে শোকের মাতম | ctgnews.com

রাঙ্গুনিয়ায় দুর্ঘটনায় কাজী রিফাতের মৃত্যুতে শোকের মাতম | ctgnews.com
রাঙ্গুনিয়ায় দুর্ঘটনায় কাজী রিফাতের মৃত্যুতে শোকের মাতম

       

Advertisement

সবেমাত্র চট্টগ্রাম হাজী মুহসিন কলেজ থেকে মাস্টার্স ও এমবিএ শেষ করে বেসরকারি ওয়ান ব্যাংকে যোগ দিয়েছে মাস দু’য়েক আগে কাজী রিফাত। আজ সকালেই ট্রাক চাপায় মৃত্যু হয়েছে তাঁর। সহপাঠীরা শেষবারের মতো রিফাতকে দেখতে বাড়িতে আসছেন। থেঁতলানো রক্তাক্ত মুখ দেখে ভেজা চোখে ফিরে যাচ্ছেন তাঁরা।

আজ শনিবার সকালে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার রাজানগর ইউনিয়নের কাজী বাড়ী গ্রামে গিয়ে দেখা গেল, রিফাতের বাড়ির উঠানে কান্নার রোল। তাকে শেষবারের মতো দেখতে ভিড় করছেন স্বজন, প্রতিবেশী, সহপাঠী, বন্ধু, শিক্ষক ও পরিচিতজনেরা। বাড়ির পশ্চিম পাশে কবর খোঁড়ার কাজ চলছে।

Advertisement

১৮ ফেব্রুয়ারি শনিবার সকাল ৮টার দিকে রাঙ্গুনিয়ার কোদালা বন বিট এলাকার চট্টগ্রাম-কাপ্তাই সড়কের শেখ রাসেল ইকো পার্ক নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।

নিহত কাজী রিফাত (২২) ওয়ান ব্যাংকের চন্দ্রঘোনা শাখার কাস্টোমার রিলেশন অফিসার ছিলেন। নিহত রিফাত রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের কাজী বাড়ি গ্রামের কাজী নুরুল কবির প্রকাশ পুতুল সওদাগরের প্রথম সন্তান।

রাঙ্গুনিয়া থানার এস আই আবু বক্কর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

রিফাতের সাথে গাড়ীতে থাকা সহপাঠীরা জানান, আজ সকলে ৪ বন্ধু মিলে বাসার জন্য কাপ্তাই থেকে সিএনজিযোগে মাছ নিয়ে আসার পথে কাপ্তাই-চট্টগ্রাম সড়কের শেখ রাসেল ইকো পার্ক নামক স্থানে পৌঁছলে, বিপরীত দিক থেকে আসা একটি (চট্ট মেট্টো-ড ১১-১৮৬২) নম্বরের ইটভাটার একটি ট্রাক তাদেরকে ধাক্কা দেয়। ট্রাকের ধাক্কায় সিএনজি থেকে রিফাত ছিটকে পড়েন। সেখান থেকে সহপাঠীরা রিফাতকে প্রথমে চন্দ্রঘোনা খ্রিস্টান হাসপাতাল ও পরে চট্টগ্রাম পার্কভিউ হসপিটালে নেয়ার পথে রিফাত মারা যান।

এদিকে রিফাতকে ধাক্কা দেওয়া ট্রাক ও চালক পালিয়ে যায়। পরে নিশ্চিন্তাপুর এলাকায় আরবিএম ব্রিকস ফিল্ডে গিয়ে ঘাতক ট্রাককে সনাক্ত করে রিফাতের সহপাঠীরা। ঘটনাস্থল থেকে হেলপারকে আটক করেছে পুলিশ।

রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব মিল্কি বলেন, সকালে সড়ক দুর্ঘটনায় কাজী রিফাত নামে এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। ট্রাকের চালক গাড়ী নিয়ে পালিয়ে যায়। আমরা গাড়ীর হেলপারকে আটক করে থানায় নিয়ে এসেছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

তিনি আরও বলেন, আবেদনের প্রেক্ষিতে তাদের লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ট্রাকচাপায় নিহত কাজী মো. রিফাত বেসরকারি ওয়ান ব্যাংকের চন্দ্রঘোনা শাখার কাস্টোমার রিলেশন অফিসার, চট্টগ্রাম হাজী মোহাম্মদ মুহসিন কলেজের শিক্ষার্থী ছিলেন। তিনি বাংলাদেশ মানবাধিকার রাঙ্গুনিয়া শাখার ছাত্র বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ হিউম্যান রাইটার্স কমিশন সদস্য ছিলেন।

এদিকে রিফাতের মৃত্যুর ঘটনায় এলাকাজুড়ে শোকের মাতম চলছে। আজ বাদ আসর কাজী বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে রিফাতের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাজার পর কাজী বাড়ি কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হবে।

এমজে/

Advertisement


CTG NEWS

Explore More Districts