রাঙ্গুনিয়ায় গুলি ও পিটিয়ে যুবলীগ কর্মীকে হত্যা

রাঙ্গুনিয়ায় গুলি ও পিটিয়ে যুবলীগ কর্মীকে হত্যা

রাঙ্গুনিয়ায় গুলি ও পিটিয়ে যুবলীগ কর্মীকে হত্যা

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় মুখোশধারী দুর্বৃত্তের গুলিতে খুন হয়েছেন আওয়ামী যুবলীগের কর্মী মনজুর হোসেন (৩৫)।

রবিবার (৮ অক্টোবর) সন্ধ্যার দিকে রাঙ্গুনিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড শান্তিনিকেতন এলাকায় এ ঘটনা ঘটে। মনজুর উপজেলার স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মৃত গুন্নু মিয়ার ছেলে এবং ইউনিয়ন যুবলীগের সাবেক প্রচার সম্পাদক।

জানা গেছে, দুর্বৃত্তরা তার পায়ে দুটি গুলি করে এবং লাঠি দিয়ে বেধড়ক পিটিয়ে জখম করে। এ ঘটনার ঘণ্টাখানেক পর তাকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ ও স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, সন্ধ্যায় রাঙ্গুনিয়া পৌর এলাকার শান্তিনিকেতন এলাকায় মনজুর তার বন্ধুর সঙ্গে আড্ডা দিচ্ছিলেন। হঠাৎ মুখোশধারী একদল দুর্বৃত্ত অতর্কিত গুলি চালায় তাদের ওপর। দুটি গুলি বিদ্ধ হয় মনজুরের পায়ে। এ সময় তাকে লাঠি দিয়ে বেধড়ক মারধর করে দুর্বৃত্তরা। তার সঙ্গে থাকা সেকান্দর পালিয়ে যান।

স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউপি চেয়ারম্যান মো. নুরুল্লাহ বলেন, কারা, কী কারণে মনজুরকে গুলি করে খুন করেছে জানি না।

উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. ইউনুচ বলেন, মনজুর যুবলীগের কর্মী। তাকে হাসপাতালে দেখতে গিয়েছিলাম। খুনের কারণ এই মুহূর্তে বলতে পারছি না।

রাঙ্গুনিয়ার থানার পুলিশ পরিদর্শক খান নুরুল ইসলাম বলেন, মনজুরের দুই পায়ে গুলির চিহ্ন রয়েছে। শরীরের বিভিন্ন স্থানে ক্ষত রয়েছে। লাশের ময়নাতদন্ত হবে। ঘটনার বিষয়ে তদন্ত করে খুনের কারণ বলা যাবে।

কেএমএল

Explore More Districts