রাঙ্গুনিয়ায় উন্নয়ন, সেবা ও নৈতিক সমাজ গঠনের অঙ্গীকার ডা. এটিএম রেজাউল করিমের – দৈনিক আজাদী

রাঙ্গুনিয়ায় উন্নয়ন, সেবা ও নৈতিক সমাজ গঠনের অঙ্গীকার ডা. এটিএম রেজাউল করিমের – দৈনিক আজাদী

রাঙ্গুনিয়ার স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনুছিয়া আজিজিয়া মুহিউল ইসলাম মাদ্রাসায় বুধবার(১২ নভেম্বর) অনুষ্ঠিত বার্ষিক সভায় দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ও বিশিষ্ট চিকিৎসক ডা. এটিএম রেজাউল করিম শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। এসময় তিনি স্থানীয় জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং রাঙ্গুনিয়ার উন্নয়নে ভোট প্রার্থনা করেন।

ডা. রেজাউল করিম বলেন, “রাঙ্গুনিয়ার প্রতিটি মানুষের উন্নয়নই আমার লক্ষ্য। আমি চাই—এই অঞ্চলের স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য হোক, সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটুক, এবং মাদক ও সন্ত্রাসমুক্ত একটি রাঙ্গুনিয়া গড়ে উঠুক।”

তিনি আরও বলেন, “রাঙ্গুনিয়ার জনগণ ঐক্যবদ্ধ থাকলে উন্নয়নের ধারায় কেউ বাধা দিতে পারবে না। আপনাদের ভালোবাসা ও সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি।”

এছাড়াও তিনি শিক্ষার প্রসার, নৈতিকতা চর্চা এবং তরুণ প্রজন্মকে সৎ পথে পরিচালিত করার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যাংকার নুরুল হক, মাদ্রাসার পরিচালক মাওলানা ওসমান , সিনিয়র শিক্ষক মাওলানা আলমগীর জিহাদী স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।

Explore More Districts