চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় এক অটোরিকশা চালকের বসত ঘর আগুনে পুড়ে ছাই হয়েছে। ঘর হারিয়ে দিনমজুর পরিবারটি খোলা আকাশের নিচে পরিবার-পরিজন নিয়ে মানবতার জীবন-যাপন করছে।
বৃহস্পতিবার(৩০ জানুয়ারি) দুপুর ১টার দিকে উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের খলিফাপাড়া এলাকায় এঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দুপুর ১২টা কি ১ টার দিকে সিএনজি চালক রাশেদের ঘরে আগুন লাগে। আগুন দেখে প্রতিবেশীর এগিয়ে আসলেও আগুনের তীব্রতার কারণে কেউ কাছে যেতে পারেনি। ততক্ষণে ঘর সহ ঘরে থাকা খাদ্যশস্য সহ সাংসারিক সকল আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকাণ্ডে প্রায় ৭ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্ত পরিবার।
ক্ষতিগ্রস্ত রাশেদ বলেন, গত বছর এনজিও ও মানুষের কাছ থেকে প্রায় ৭ লক্ষ টাকা ঋণ নিয়ে ঘরটি করেছি। আমি গত রোববার (২৬ জানুয়ারি) আবারো ঘরের কাজ করার জন্য ঋণ নিয়ে আসছি। এখন সবকিছু পুড়ে গেছে। এখন আমি সহায়সম্বলহীন হয়ে পড়েছি।
এদিকে এ মুহূর্তে অসচ্ছল দিনমজুর পরিবারটির নতুনভাবে ঘর নির্মাণসহ সংসার নির্বাহের কোন সমর্থ্য না থাকায় পরিবার পরিজন নিয়ে মানবতার জীবন যাপন করছে।
উপজেলা ফায়ারসার্ভিস স্টেশনের টিম লিটার জাহেদুর রহমান বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে রওয়া হওয়ার একটু পরে খবর পেলাম স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেছে, তাই ঘটনাস্থলের অদূর থেকে ফিরে এসেছি।
এমজে/সিটিজিনিউজ