রাঙ্গাবালী মৎস্য বিভাগের অভিযান অবৈধ জাল উদ্ধার ও পুড়িয়ে ধ্বংস

রাঙ্গাবালী মৎস্য বিভাগের অভিযান অবৈধ জাল উদ্ধার ও পুড়িয়ে ধ্বংস

২৭ February ২০২৫ Thursday ৭:২০:১২ PM

Print this E-mail this


রাঙ্গাবালী ((পটুয়াখালী) প্রতিনিধি:

রাঙ্গাবালী মৎস্য বিভাগের অভিযান অবৈধ জাল উদ্ধার ও পুড়িয়ে ধ্বংস

পটুয়াখালীর রাঙ্গাবালীর নদ ও সাগর মোহনা থেকে ১২ লক্ষ টাকার অবৈধ জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করেছে মৎস্য বিভাগ।

বুধবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান উপজেলা সামুদ্রিক মৎস্য কর্মকর্তা এসএম শাহাদাত হোসেন।

তিনি জানান, মৎস্য সম্পদ ধ্বংসকারী বেহুন্দি জাল ও অন্যান্য ক্ষতিকর জাল অপসারণে বিশেষ কম্বিং অপারেশনের চতুর্থ  ধাপের ষষ্ঠ দিনে উপজেলার বুড়াগৌরঙ্গ নদী, সোনার চর,  কলাগাছিয়া ও বঙ্গোপসাগরের মোহনায় অভিযান পরিচালনা করা হয়।

ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের  সহকারী প্রকল্প পরিচালক নজরুল ইসলামের  নেতৃত্বে পরিচালিত অভিযানে ১২ লক্ষ টাকার বেহুন্দি, চরঘেরা ও চায়না দুয়ারি নামক অবৈধ জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক



শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts