রাঙ্গাবালীতে সেতু নির্মাণে লবন পানি দিয়ে কাজ চলছে!
২৯ March ২০২৫ Saturday ৫:১৪:২৫ PM
রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালী জেলার রাঙাবালী উপজেলা নির্মাণ কাজে অনিয়মের অভিযোগে রাঙ্গাবালী উপজেলার সদর ইউনিয়ন সেনের হাওলা ও গঙ্গিপাড়া গ্রামের মাঝ দিয়ে বয়ে যাওয়া হলুদিয়া খালের উপর নির্মানাধীন সেতুর কাজ বন্ধ করে দিয়েছেন স্থানীয় জনতা। আজ শনিবার সকালে সেতুর নির্মাণকাজ বন্ধ । জানা গেছে,স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। উপজেলার সদর ইউনিয়ন সেনের হাওলা ও গঙ্গিপাড়া গ্রামের মাঝ দিয়ে বয়ে যাওয়া হলুদিয়া খালের উপর পাকা সেতুর নির্মাণ কাজ শুরু করেছেন। মাটি অপসারণ করে তলার ডালাই শেষ করে পাইলিংয়ের কাজ চলছে, কিন্তু বেইজ (তলা)ঢালাই ও পাইলিংয়ের ঢালাইয়ের কাজের মিক্সারে সম্পুর্ন লবন পানি ব্যবহার করা হচ্ছে। লবন পানি ব্যবহার করায় ক্ষিপ্ত হয়ে কাজ বন্ধ করে দেন স্থানীয় জনতা। স্থানীয় বাসিন্দা হানিফ প্যাদা বলেন, ‘এই সেতু নির্মাণে অনিয়ম হচ্ছে। লবন পানি দিয়ে সব কাজ করা হচ্ছে। আমরা তাদেরকে বার বার বলার পরেও তারা মিষ্টি পানি ব্যবহার না করে খালের লবন পানি দিয়েই ঢালাইয়ের কাজ চালাচ্ছে। এভাবে লবন পানি দিয়ে কাজ করা হলে ২ বছরের বেশি এই সেতু টিকবেনা। গ্রামবাসী এসব অনিয়ম মানবে না।’ এলাকার একাদিক বাসিন্দা বলেন, কাছাকাছি অনেক মিষ্টি পানি থাকার পরেও লবন পানি দিয়ে কাজ করতেছেন তারা। আমরা তাদেরকে বলেছি লবন পানি ব্যবহার না করে মটরের সাহায্যে মিষ্টি পানি এনে কাজ করেন এলাকায় অনেক পুকুর রয়েছে। স্থানীয় ৪ নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ নজরুল মৃধা বলেন, লবন পানি দিয়ে কাজ না করার জন্য বার বার বলা হয়েছে। লবন পানি দিয়ে কাজ করা হলে তা টিকসই হবেনা। একালাবাসীর অভিযোগ অস্বীকার করে কর্মরত ইঞ্জিনিয়ার বলেন, খালের পানি মিঠা আমরা লবন পানি দিয়ে কাজ করছিনা মিঠা পানি দিয়েই কাজ হচ্ছে। এ বিষয়ে জানতে চাইলে ঠিকাদার ইসমাইল বলেন, পানি না পাওয়ার কারনে লবন পানি দিয়ে কাজ করা হচ্ছে। লবন পানি দিয়ে যদি কাজ করতে না দেওয়া হয় তাহলে এলাকাবাসী পানির ব্যবস্থা করে দিক। এ ব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পি আই ও) অজিত কুমার দেবনাথ বলেন, বিষয়টি সরেজমিনে দেখে ব্যবস্থা নেয়া হবে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বাংলাদেশ সৌদিতে কি ঈদ একই দিনে ?
বাংলাদেশে দ্রুত নির্বাচনী রোডম্যাপের দাবিতে অস্ট্রেলিয়ার সংসদে প্রস্তাব পাস
দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প
সেনাসদস্যকে অপহরণের ঘটনায় জেলা ছাত্রদল সভাপতির পদ স্থগিত
বরিশালে ডাকাতের ছবি তোলায় ছাত্রদল নেতার নেতৃত্বে পোড়ানো হলো সাংবাদিকের মোটরসাইকেল