
রাঙ্গাবালী উপজেলা বড়বাইশদিয়া ইউনিয়নে ছাতিয়ান পাড়া গ্রামে সরকারি খাল দখল করে ১০ টি পুকুর স্থাপন করার অভিযোগ ওঠেছে।
ঘটনাস্থল ঘুরে দেখা গেছে, ছাতিয়ান পাড়া গ্রামের সাবেক ইউপি সদস্য মো: ইয়াকুব মেম্বার বাড়ি উত্তর পাশের খালটি কিছু কুচক্রী মহল ১০ থেকে ১১ টি পুকুর স্থাপন করে খাল টি দখল করে আছে।
যারা সরকারি খাল দখল করে পুকুর স্থাপন করেছেন তাদের মধ্যে একজন মো: জাকির হাওলাদার বলেন এটা আমাদের রেকর্ডি জমি তাই আমরা পুকুর স্থাপন করেছি। আর একজন সাবেক ইউপি সদস্য মো: ইয়াকুব মিয়া বলেন, আমরা খালটিকে পুকুর স্থাপন করেছি সত্য কিন্তু যদি সরকার পুকুর কেটে খাল তৈরি করে তাতে আমাদের আপত্তি নেই সেটা সরকারের ব্যাপার।
স্থানীয় কৃষক মো: ইলিয়াস হাওলাদার ও মো: তায়েম হাওলাদার বলেন, এই খাল এখন বিলুপ্তির পথে, কিছু কুচক্রী লোক খাল টি বাধ দিয়ে পুকুর স্থাপন করেছে। ফলে ভোগান্তিতে আছে এখানকার শত শত কৃষক। তারা সময় মত ফসলি জমিতে পানি নামাতে ওঠাতে পারছে না। আমাদের এলাকা কৃষি প্রধান এলাকা। বিভিন্ন দূর্যোগে এমনিতে ফসলের ক্ষতি হচ্ছে তার মধ্যে যদি এই খালটি বাধ দিয়ে পুকুর স্থাপন করে তাহলে আমাদের ক্ষতির সীমা থাকবে না।
খালটির কালভার্টটি পর্যন্ত মাটি দিয়ে আটকে রেখেছে। আমরা এই খালটি মুক্ত করার জন্য কর্তৃপক্ষে অনুরোধ জানাচ্ছি। চালিতাবুনিয়া (বড়বাইশদিয়া) ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো: তারিকুল ইসলাম বলেন, বিষয়টি আমি জানতে পেরেছি তদন্ত সাপেক্ষে এর ব্যবস্থা নেয়া হবে।
এসএম