রাঙামাটিতে ৭টি তক্ষকসহ ২ জনকে আটক করেছে পুলিশ। আজ বুধবার বিকেলে রাঙামাটি সদর উপজেলার মানিকছড়ি চেকপোষ্ট থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, প্রিয়ময় চাকমা ও সুইনুং মং মারমা। তারা দুইজন খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলার বাসিন্দা।
এই বিষয়ে আরও
রাঙামাটি কোতয়ালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আরিফুল আমিন জানিয়েছেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ৭টি তক্ষকসহ এই দুইজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে বস্তার থলের ভেতর রাখা আটটি তক্ষক উদ্ধার করা হয়। তক্ষকগুলো পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে বলে আটককৃতরা স্বীকার করেছেন।
তিনি আরো বলেন, আটককৃত দুইজনের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা হয়েছে।