রাঙামাটিতে বুদ্ধ পূর্ণিমা পালিত | PaharBarta.com

রাঙামাটিতে বুদ্ধ পূর্ণিমা পালিত | PaharBarta.com

purabi burmese market

রাঙামাটিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিযে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে ধর্মীয় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (৪ মে) সকালে দিকে রাঙামাটি সরক্রাী কলেজ প্রাঙ্গন থেকে একটি শোভাযাত্রা প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রাজবাড়ী বন বিহারে এসে শেষ হয়। র‌্যালীতে জেলার বিভিন্ন স্থান থেকে বৌদ্ধ ধর্মাম্বলীর ভক্ত ও দায়ক দায়িকারা শোভাযাত্রায় অংশ নেন।

এই বিষয়ে আরও

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি। এসময় জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী ছাড়াও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিন পঞ্চশীল গ্রহণের পর বৌদ্ধ ধর্মাবলম্বী নর-নারী, দায়ক-দায়িকা, উপাসক-উপাসীকারা চন্দনের জল ও ফুল নিয়ে বোধি বৃক্ষমূলে চন্দন জল সিঞ্চনের মধ্য দিয়ে দিনটি পালন করা হয়। পরে বিহারের সমবেত হয়ে পঞ্চমশীল গ্রহণ এবং হাজার প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে দেশ ও জাতীর মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।


Explore More Districts