রাঙামাটিতে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার

রাঙামাটিতে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার
রাঙামাটিতে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার

রাঙামাটির লংগদু উপজেলা থেকে ফেন্সী চাকমা (৩৫) নামের নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার (৩ জুলাই) সকালে উপজেলার আটারকছড়া ইউনিয়নের দক্ষিন উল্টাছড়ি গ্রামের নিজ বাড়ি থেকে লংগদু থানা পুলিশ এ মরদেহ উদ্ধার করে।

তাৎক্ষণিকভাবে পুলিশ ও নিহতের পরিবার এ হত্যাকান্ডের কোনো কারণ নিশ্চিত করতে পারে নি।
নিহত ফেন্সী চাকমা রাঙামাটি সদর উপজেলার বন্দুকভাঙ্গা ইউনিয়নের দেবদাশ চাকমার মেয়ে। তিনি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের উল্টাছড়ি প্রকল্পের পাড়াকর্মী পদে নিয়োজিত ছিলেন।

জানা যায়, নিহত ফেন্সী চাকমা একাই থাকতেন। আজ সকালে ঘরের ভেতর তার গলাকাটা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে জানায় স্থানীয়রা।

লংগদু থানার ওসি আরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Explore More Districts