রাউজানে অ/স্ত্র-গু/লি/স/হ সন্ত্রাসী গ্রে/প্তা/র – Chittagong News

রাউজানে অ/স্ত্র-গু/লি/স/হ সন্ত্রাসী গ্রে/প্তা/র – Chittagong News

চট্টগ্রামের রাউজানের নোয়াপাড়া এলাকার একটি পরিত্যক্ত পোল্ট্রি ফার্ম থেকে দুটি দেশীয় অস্ত্রসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। 

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে এই তথ্য নিশ্চিত করেছে চট্টগ্রাম জেলা পুলিশ।

গ্রেপ্তার মো. ওসমান নোয়াপাড়া ৫নং ওয়ার্ডের দুদু মিয়ার ছেলে।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূইয়া বলেন, বুধবার রাত তিনটার দিকে নোয়াপাড়া থেকে এক সন্ত্রাসীকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। তার বাসা ও একটি পরিত্যক্ত পোল্ট্রি ফার্ম থেকে ২টি দেশীয় তৈরি এলজি, ২ রাউন্ড চায়না রাইফেলের গুলি, ২২ রাউন্ড বিভিন্ন ধরনের পিস্তলের গুলি, ৭টি শর্টগানের কার্তুজ, ১টি কার্তুজের খোসা, ৩টি রামদা ও ২টি ধামা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।

গ্রেপ্তার ওসমানের বরাত দিয়ে ওসি বলেন, আসামি দীর্ঘদিন যাবৎ নোয়াপাড়া এলাকায় অস্ত্রের মাধ্যমে চাঁদাবাজি, অপহরণ ও অস্ত্র ক্রয়-বিক্রয় করে আসছে।

 

এমএইচএস/সিটিজিনিউজ

Explore More Districts