রসিক কাউন্সিলর শিপলু গ্রেফতার

রসিক কাউন্সিলর শিপলু গ্রেফতার

প্রায় ৫ ঘণ্টা চেষ্টার পর রংপুর সিটি করপোরেশনের (রসিক) ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও তাজহাট থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকারিয়া আলম শিপলুকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৭ এপ্রিল) রাত সাড়ে ৯টায় নগরীর বিনোদপুর রেলক্রসিং এলাকার তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি ৪টি মামলার পরোয়ানাভুক্ত আসামি।

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল কাদের।

তিনি জানান, রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার একটি মামলার ওয়ারেন্ট থাকায় কোতোয়ালি থানা পুলিশ আটক করে কোতোয়ালি থানায় নিয়েছেন।

এর আগে, বিকেলে দর্শনা মোড় রেল গেট এলাকার ভগ্নিপতির বাড়িতে জাকারিয়া আলম শিপলুকে আটক করতে যায় পুলিশ। আটক করতে যাওয়ার বিষয়টি মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়লে ওয়ার্ড ও এলাকার নারীরা পুরো বাড়ি ঘিরে ফেলে এবং বাড়ির ভিতরে পুলিশকে প্রবেশে বাধা তৈরি করে। এদিকে সময় বাড়ার সাথে সাথে ছাত্রলীগের নেতাকর্মীরা বাড়তে থাকে, সেই সাথে পুলিশের সংখ্যাও বাড়তে থাকে। এ সময় তুমুল উত্তেজনা সৃষ্টি হয়। রংপুর মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা কয়েক দফা চেষ্টা করেন শিপলুর সাথে কথা বলার কিন্তু এলাকাবাসীর বাধার মুখে সম্ভব হয়নি। পরে রাত ৯টার দিকে জাকারিয়া আলম শিপলুর সাথে আলোচনার কথা বলে এলাকাবাসীর প্রচণ্ড বাধার মুখেও আটক করে কোতোয়ালি থানায় নেওয়া হয়।

আটক না গ্রেফতার বিষয়টি পরে বিস্তারিত জানাবেন বলে জানিয়েছেন কোতোয়ালি জোনের সহকারী পুলিশ কমিশনার আরিফুজ্জামান।

উল্লেখ্য গত ৫ এপ্রিল যমুনা টেলিভিশনের ক্রাইম সিনে অনুসন্ধানী সংবাদ প্রকাশ করায় যমুনা টেলিভিশনের রংপুর প্রতিনিধিসহ তিনজনের নামে আইসিটি আইনে মামলা দায়ের করেন আটক জাকারিয়া আলম শিপলু। পরদিন সাংবাদিক সমাজের ব্যানারে মানববন্ধন থেকে মামলা প্রত্যাহারসহ ওয়ারেন্টভুক্ত আসামি জাকারিয়া আলম শিপলুকে গ্রেফতারের দাবি জানানো হয়।

Explore More Districts