রমনা ও শেরেবাংলা নগর এলাকায় অভিযান : ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৪

রমনা ও শেরেবাংলা নগর এলাকায় অভিযান : ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৪

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ (ডিসি) কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, সোমবার (৩ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রমনা থানাধীন বেইলি রোডের বাংলাদেশ গার্লস গাইড অ্যাসোসিয়েশনের সামনে অভিযান পরিচালনা করে ২০৫০ পিস ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করে ডিবি-গুলশান বিভাগের একটি টিম। 

গ্রেপ্তারকৃতরা হলেন, বাপ্পী মল্লিক (৩৭) ও রুবেল মিয়া (৩৫)।

dhakapost

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানিয়েছে, দীর্ঘদিন ধরে মাদকব্যবসার সঙ্গে জড়িত তারা। ইয়াবা বিক্রয়ের জন্যই তারা সেখানে অবস্থান নিয়েছিলেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

অন্যদিকে রাজধানীর শেরেবাংলা নগর থানা এলাকা থেকে ১০ মাদক মামলার আসামি চিহ্নিত মাদক কারবারি স্বপন মিয়াসহ দুই মাদক কারবারিকে গাঁজা ও ইয়াবাসহ গ্রেপ্তার করেছে শেরেবাংলা নগর থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, স্বপন মিয়া (৪৫) ও সোহেল রানা (৩০)।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের বরাতে ডিসি তালেবুর রহমান বলেন, গ্রেপ্তাররা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তারা কুমিল্লা থেকে গাঁজা ও ইয়াবা ক্রয় করে ঢাকায় এনে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্রয় করতেন। গ্রেপ্তার স্বপন মিয়ার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় মাদকের ১০টি মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Explore More Districts