রবিউল ইসলাম, সিনিয়র সহকারী পরিচালক, মাইক্রক্রেডিট রেগুলেটরি অথরিটি।

বন্ধুত্বের বন্ধন
————–
বন্ধু মানে একসাথে চলা,দীর্ঘ একটা কাল,
বন্ধু মানে দাঁড় ছেঁড়া পালে, ভাঙ্গা নৌকার হাল।
বন্ধু মানে জীর্ণ জামায়, নকশিকাঁথার সুতো,
বন্ধু মানে ভাগ বসানো, দু:খ আছে যত।
বন্ধু মানে তিমির রাতে,ভরসা ভরা আলো,
বন্ধু মানে হাজার ভুলেও,সব যেন তার ভালো।
আস্থা যেথা হামাগুড়ি খায়, বন্ধু সেথা আশ,
বন্ধু বিহীন থমকে দাঁড়ায়, চিত্তের প্রশ্বাস।
বন্ধু তোরা আছিস, ছিলি, থাকবি তোরা বেঁচে,
হারিয়ে গেলেও খুঁজে নিস মোরে,সাত সমুদ্র সেচে।