রবিউল ইসলাম- আড়পাড়া,গোপালগঞ্জ।

আমার গাঁ
————রবিউল ইসলাম-আড়পাড়া, গোপালগঞ্জ
যদি পারতাম ফিরে চাইতাম, গাঁয়ের ধুলাবালি,
আষাঢ় মাসের কাদা জলে, হোঁচট খাওয়া গলি।
দুপাশ ঘেরা বনবাদাড়ে,শিয়াল ছানার ডাক,
রোজ বিহানে হেরে গলার, জমকালো সেই কাক।
যদি পারতাম ফিরিয়ে নিতাম,বট গাছের সেই ছায়া,
মালিকবিহীন বিড়াল ছানার, করুণ সুরের মায়া।
দিঘির জলে মুখ লুকানো,রাজহংসীর দুখ,
সবুজ ধানে কৃষাণ মনে, বয়ে যাওয়া সুখ।
যদি পারতাম ফিরে যাইতাম,গায়ের মেঠোপথে,
পাখপাখালির গানের সুরে, চিত্ত যেত নেচে।
ফিরিয়ে নিতাম কোলা ব্যাঙ’র ঘ্যাঙর ঘ্যাঙর ডাক,
ভোর রাতেতে মোরগ মশাই’র ঘুম ভাঙ্গানো হাঁক।
ফিরে যাইতাম,যদি পারতাম, যেথায় আমার মা,
সব ছেড়ে যাই, যারে তোরা, গাঁয়ের পানে যা।