রবার্ট কেনেডি যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন – DesheBideshe

রবার্ট কেনেডি যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন – DesheBideshe



রবার্ট কেনেডি যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন – DesheBideshe

ওয়াশিংটন, ১৫ ফেব্রুয়ারি – যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানবসেবা মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন রবার্ট এফ কেনেডি জুনিয়র। তাকে এখন প্রায় ৮০ হাজার কর্মচারী ও ট্রিলিয়ন বাজেটের স্বাস্থ্য সংস্থাগুলোর তত্ত্বাবধান করতে হবে।

এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) কেনেডি ৫২-৪৮ ভোটে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হন। কোনও ডেমোক্র্যাট তাকে সমর্থন করেননি। সাবেক সিনেট সংখ্যাগরিষ্ঠ নেতা মিচ ম্যাককনেল কেনেডির বিরুদ্ধে ভোট দেওয়া একমাত্র রিপাবলিকান ছিলেন।

জুনিয়র কেনেডি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন মন্ত্রিসভায় নিযুক্ত সর্বশেষ মন্ত্রী। বুধবার সিনেটের সংকীর্ণ ভোটে তুলসি গ্যাবার্ডকে জাতীয় গোয়েন্দা পরিচালক হিসেবে নির্বাতি করার পর ওভাল অফিসে কেনেডি হলেন এই সপ্তাহে দ্বিতীয় বিতর্কিত মন্ত্রিসভা মনোনীত ব্যক্তি।

রবার্ট কেনেডি এখন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি), খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ), জাতীয় স্বাস্থ্য ইনস্টিটিউট (এনআইএইচ) এবং মেডিকেয়ার এবং মেডিকেয়ার পরিষেবা কেন্দ্রগুলোর মতো সংস্থাগুলোর তত্ত্বাবধান করবেন। তিনি মার্কিন স্বাস্থ্য শিল্পের তত্ত্বাবধানও করবেন। যার মধ্যে রয়েছে খাদ্য সুরক্ষা, ওষুধ, জনস্বাস্থ্য এবং টিকাদান।

কেনেডি জুনিয়র এবারের প্রেসিডেন্ট নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে একাধিক বিতর্কের মধ্যে জড়িয়ে পড়ায় তার প্রার্থিতা তেমন জনসমর্থন অর্জন করতে পারেনি। নির্বাচনি দৌড় থেকে ছিটকে যান তিনি ও শেষপর্যন্ত রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন করার সিদ্ধান্ত নেন।

রবার্ট এফ কেনেডি জুনিয়র অ্যামেরিকার বিখ্যাত কেনেডি পরিবারের সদস্য। পরিবেশ আইনজীবী হিসাবে তিনি সুনাম অর্জন করেছেন। তিনি বেশ কয়েকটি বড় সংস্থার বিরুদ্ধে সফল আইনি লড়াই করেছেন।

গত দুই দশক ধরে তিনি বেশ কিছু ভ্যাকসিনের বিরোধিতা করে এসেছেন। এর মধ্যে কোভিড ১৯ এর ভ্যাকসিনও অন্তর্ভুক্ত। এই ভ্যাকসিনকে তিনি ‘ভয়ঙ্কর’ বলে উল্লেখ করেছেন।

আরএফকে জুনিয়র অবশ্য দাবি করেন, তিনি ভ্যাকসিন বিরোধী নন। তিনি কখনো মানুষকে ভ্যাকসিন নিতে মানা করেন না। কিন্তু ভ্যাকসিন নিয়ে নিজের বিরোধিতার কথা জানান। তিনি এটাও বলেছেন, কোনো ভ্যাকসিনই সম্পূর্ণ নিরাপদ ও কার্যকর নয়। বাচ্চাদের ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে জাতীয় নীতিমালা না মানার কথাও তিনি বলেছেন।

সূত্র: যুগান্তর
আইএ/ ১৫ ফেব্রুয়ারি ২০২৫

 



Explore More Districts