রথ উৎসব শুধু হিন্দ্র সম্প্রদায়ের নয়, এখন সার্বজনীন হয়ে উঠেছে-সমর ঘোষ

রথ উৎসব শুধু হিন্দ্র সম্প্রদায়ের নয়, এখন সার্বজনীন হয়ে উঠেছে-সমর ঘোষ




নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমর কুমার ঘোষ বলেছেন, রথ উৎসব শুধু হিন্দু সম্প্রদায়ের নয়, এ উৎসব এখন সার্বজনীন হয়ে উঠেছে।

সাম্প্রদায়িক কোনো ভেদাভেদ নেই। সব ভেদাভেদ ভুলে গিয়ে আমরা দেশকে সমৃদ্ধিশালী করতে সবাইকে এগিয়ে আসতে হবে। আমাদের বাংলাদেশে সব ধর্মের লোক মিলেমিশে বাস করে আসছে। বাংলাদেশ যার যার ধর্ম পালন করে আসছে। বিশ্বের দরবারে বাংলাদেশে পরিচিত লাভ করেছে।

কোনো চক্রান্ত স্থান পাবে না বাংলাদেশে। দেশকে উন্নয়নশীল করতে হলে শেখ হাসিনার হাতকে শক্ত করতে হবে। শনিবার সন্ধ্যায় মুন্সীগঞ্জ শহরের কেন্দ্রীয় জয়কালীমাতা মন্দিরে ৮ দিনব্যাপী রথযাত্রা উৎসবের দ্বিতীয় দিনের সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য রঞ্জন কুমার সাহা, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ননী গোপাল হালদার, সাংবাদিক সাগর, শ্রী শ্রী হরেকৃষ্ণ নামহট্টের সভাপতি বলরাম সঙ্কর্ষন দাস, ভিমসেন দাস, মথুরাপতি গোবিন্দ দাস ব্রক্ষ্মচারী সহ ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।




Explore More Districts